চন্দ্রকোণায় ডায়ারিয়ায় আক্রান্ত শতাধিক, উদ্বেগে স্বাস্থ্য প্রশাসন

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিগত কয়েক দিন ধরে চন্দ্রকোণা-২ ব্লকের রামবেড়িয়া গ্রামে ডায়ারিয়াতে আক্রান্ত হয়েছেন অনেকেই। হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন ধরেই রামগেড়িয়া গ্রামে বাচ্চা থেকে বয়স্ক ব্যাক্তি বমি, পায়খানা ও পেটের যন্ত্রণায় ভুগছেন। অনেকে যেমন স্থানীয় ভাবে চিকিৎসা করাচ্ছেন। অনেকে ওই শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন চন্দ্রকোণা হাসপাতালে। ইতি মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে ঘুম ছুটেছে স্বাস্থ্য প্রশাসনের।

চন্দ্রকোণা হাসপাতালের বিএমওএইচ স্বপ্ননীল মিস্ত্রি বলেন, পানীয় জল থেকে এই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তাছাড়াও প্রতিদিন গ্ৰামগুলিতে ঘুরে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com