সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: শিলাবতী নদীর জলের তলায় ক্রমশ তলিয়ে যাচ্ছে আশপাশের প্রায় ১০টি গ্রামের একমাত্র যাতায়াতের কাঠের সেতু। প্রাণ হাতে সেই তলিয়ে যাওয়া সেতুর উপর দিয়েই হেঁটে,সাইকেল নিয়ে কেউ বা বাইক নিয়েই যাতায়াত করে চলেছেন। যে কোনো মূহুর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, জলের তোড়ে ভেসে যেতে পারেন গ্রামবাসীরা,তবুও এই ঝুঁকি কেন?
জানা যাচ্ছে,গ্রামবাসীদের আবেদনে এবার ২০২১ সালেই এই কাঠের সেতু তৈরি হয়েছিল রাজ্য সরকারের অর্থানুকূল্যে। সেতুর উপর প্রায় হাঁটু সমান জলে ডুবেই প্রাণ হাতে করে পারাপার চন্দ্রকোণা-২ ব্লকের ঘোষকিরা,শীর্ষা,ধরমপাতা,প্রহ্লাদ,খুরসিদের মতো ১০ এরও বেশি গ্রামবাসীদের পাশাপাশি ওপারের কেশেডাল,ভগবন্তপুরের মত একাধিক গ্রামের বাসিন্দাদের। ঘোষকিরার অশোক ঘোষ জানান,বুধবার সন্ধ্যে থেকে টানা বৃষ্টি আর তাতেই শিলাবতী ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালের পর থেকেই জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। এদিন সন্ধ্যে ৫ টায় সেতুর উপরই প্রায় হাঁটু সমান জল। তবুও নিরুপায় হয়ে তাঁদের পারাপার করতে হচ্ছে। বাইক,টোটোর মতো হালকা যাত্রীবাহী যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। এই সেতু পার করলেই ভগবন্তপুর বাজার কিংবা চন্দ্রকোণা টাউনের বাজারে যাওয়া যায়। দ্বিতীয় পথ বলতে অনেক ঘুরে পলাশচাপড়ী হয়ে,তবে সেখানেও জল বেড়ে পারাপার বন্ধ। সব মিলিয়ে বন্যার আগেই ঘাটালের চন্দ্রকোণা এলাকা থেকে উঠে আসছে ভয়ঙ্কর চিত্র।