সৌমেন মিশ্র:দাসপুরের এক ভিলেজ পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন মহিলা ফিরপেলেন নিজের বাড়ি,ফিরে পেলেন নিজের চেনা পরিবার। ১৯ জুন শনিবার দাসপুর থানার রাজনগরের হোসেনপুর বাজার এলাকায় বসে থাকতে দেখাযায় এক মহিলাকে।
রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের নজরে আসে বিষয়টি। তিনি ওই মহিলার সাথে ভাব জমিয়ে পরিচয় জানার চেষ্টা করলে মহিলা শুধুমাত্র কেশপুর থানার নিজের গ্রামের নাম বেলডাবা বলতে পারেন। সেই সূত্র ধরেই সুশান্ত বাবু দাসপুর পুলিশের সহায়তায় কেশপুর থানার ওই গ্রামের ভিলেজ পুলিশের সাথে কথা বলেন। জানতে চান গ্রামের কে কে নিখোঁজ আছে। হোসেনপুরের এই মহিলার ছবি পাঠান হোয়াটসঅ্যাপে।
ওপারের ভিলেজ পুলিশ ছবি দেখেই তাঁর গ্রামের নিখোঁজ এই মহিলাকে চিনতে পারেন। জানান এনার নাম চম্পা দল বেরা। শনিবার রাতেই পুলিশের উপস্থিতিতে কেশপুরের চম্পাদেবীর পরিবার এসে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। পরিবারের তরফে জানানো হয় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। অনেকদিন ধরেই বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।
সুশান্ত বাবুর এই কাজে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা। অন্যদিকে সুশান্তবাবু বলেন,এটা আমাদের কর্তব্য। এভাবে এলাকার ভবঘুরে মানুষগুলোর সাথে যত্ন নিয়ে কথা বললেই জানা যেতে পারে তাদের পরিচয়। একটু সচেষ্ট হলেই ওরা ফিরে পেতে পারেন ওদের পরিবার। উল্লেখ্য এর আগেও রাজনগরের এই ভিলেজ পুলিশের উদ্যোগে একাধিক ভবঘুরে ফিরে পেয়েছে তাদের বাড়ি।