এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালের একমাত্র CBSE স্কুলের দশম শ্রেণিতে 100% ছাত্রছাত্রী সফল

Published on: May 20, 2024 । 9:42 AM

সংহিতা শিরোমণি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:  ঘাটাল ব্লকের মারিচ্যার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মিশন থেকে পরীক্ষা দেওয়া সবকটি ছাত্রছাত্রীই এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা  CBSE’র দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় দুর্দান্ত ফল করেছে। প্রত্যেকেই ভালো নম্বর নিয়ে পাশ করেছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে। এবার ওই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুবর্ণ ঘোষ। সে এবার ৯৫.৪ শতাংশ

নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ইংরেজিতে ৯৫, বাংলায় ৯৭, অঙ্কে ১০০, বিজ্ঞানে ৯২, সোশ্যাল সায়েন্সে ৯৩ এবং অতিরিক্তি বিষয় ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজিতে ৯১। প্রত্যেকটি বিষয়েই সে A1 পেয়েছে। সুবর্ণর বাড়ি চন্দ্রকোণা থানার বেলাদণ্ডে। তার বাবা ইঞ্জিনিয়ার এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। আগামী দিনে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। ওই বিদ্যালয়ে প্রথম পাঁচ জনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কমলিকা মণ্ডল(প্রাপ্ত নম্বর ৮৯ শতাংশ), তৃতীয় স্থানে  অঙ্কিত

জানা(প্রাপ্ত নম্বর ৮৭.৬ শতাংশ), চতুর্থ স্থানে রয়েছে শ্রেয়া চট্টোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৮৪.৪ শতাঁংশ) এবং পঞ্চম স্থানে রয়েছে রীতম মাইতি(প্রাপ্ত নম্বর ৮৩.৬ শতাংশ)।পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের সূচনা বেশ কয়েক বছর আগে হলেও বছর চারেক আগে ওই স্কুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা  CBSE’র অনুমোদন পায়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা  রফিক আলি খান বলেন, প্রথম ব্যাচের এই রেজাল্ট  আমাদের খুব উৎসাহিত করেছে। ছাত্রছাত্রীদের এই ফলের সিংহভাগ কৃতিত্বই বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকাদের।  স্কুলের সুনাম বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকারা  সারা বছর আপসহীন প্রচেষ্টা না চালালে এই ফল কখনোই হত না।  তারজন্য আমি অভিভূত। আগামী দিনে প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে ৯৫ শতাংশের বেশি নম্বর পায় সেদিকেই স্কুল বিশেষ নজর দেবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now