নিজস্ব সংবাদদাতা: ঘাটালের বিধায়কের সাহায্য করা অর্থে মুখের অপারেশন করে সুস্থ হলেন দলেরই এক কর্মী। প্রায় দশ মাস আগে দুর্ঘটনায় মুখের চোয়াল ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল ঘাটালের রানীরবাজারের বাপি মণ্ডলের। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। ফলে ঠিকভাবে খেতে পর্যন্ত পারতেন না তিনি। এমনকি মুখও বন্ধ করতে পারতেন না চোয়াল ভাঙা থাকার কারনে। বাপিবাবুর এই অসহায়তার কথা শুনে বিধায়ক শঙ্কর দোলই ১৫ সেপ্টেম্বর তৃণমূলের পার্টি অফিস থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা চিকিৎসার জন্য সাহায্য করেন। ঘাটালেরই স্বাস্থ্য প্রতিষ্ঠান জি.এফ.সি হসপিটালের দন্ত বিভাগে বাপিবাবুর ওই জটিল অপারেশনটি হয়। কৃত্রিম প্লেট লাগিয়ে ভাঙা চোয়াল প্রতিস্থাপন করেন ওই হাসপাতালের দন্ত চিকিৎসক ডাঃ সুমন্ত পাঁজা। জটিল ওই অপারেশনটির পর বাপিবাবু এখন সম্পূর্ণ সুস্থ।
Home এই মুহূর্তে অন্যান্য ঘাটালের বিধায়কের দেওয়া টাকায় চোয়ালের অপারেশন করে সুস্থ হলেন দলের সেই অসহায়...