কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রবল বর্ষণে ভাসল ঘাটালের মনশুকা স্কুলঘাটের বাঁশের সাঁকো। জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেঙে গেল গুরুত্বপূর্ণ এই সাঁকোটি। যেটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন। আজ শনিবার দুপুর নাগাদ, সাঁকোটি ভেঙে পড়ার সময় এক মোটরবাইক আরোহী সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা পারাপার করছিলেন। ভয়াবহ জলের তোড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। ভাঙা সাঁকোর বাঁশের টুকরো ধরে কোনওক্রমে পাড়ে পৌঁছান তারা। ঘাটাল ব্লকের ঝুমি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, আর এতে আরও বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এলাকার মানুষের কাছে এই সাঁকোটি ছিল এক গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।