ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিদ্যালয় এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা। এই উদ্যোগে আপ্লুত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গ্রীষ্মকালীন সময়ে মহকুমা জুড়ে বেড়েই চলছে রক্তের চাহিদা সেই রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো দাসপুর-১ ব্লকের হাট সরবেড়িয়া ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন। আজ ১ জুলাই শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেছিল সরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রক্তদান শিবিরে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক। এই মহতী রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে ঘাটাল ব্লাড ব্যাঙ্ক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, ঘাটালের মহকুমা শাসকের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই সাথে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আজ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে চলতি বছরে এর আগেও একবার রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এইবারের রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ ৫২ জন রক্তদাতা রক্তদান করেছেন এবং এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা এইভাবে রক্তদান শিবির করায় আমরা শিক্ষকেরা খুবই খুশি। ঘাটালের মহকুমা শাসক বলেন, এই বিদ্যালয় সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম করে থাকে এবং পড়াশোনায় যথেষ্ট ভালো এই বিদ্যালয়। প্রশাসনিকভাবে সমস্ত রকম চেষ্টা করবো এই বিদ্যালয় যাতে আরও উন্নতি করে। রক্তদাতা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা বলেন, এই মহতি রক্তদান শিবিরে আমরা রক্তদান করতে পেরে খুবই খুশি।