সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের রাধাকান্তপুরে সামন্ত পরিবারে আজ বুধবার মনসা পুজো উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হল। এবার তাঁদের ২৫ তম বর্ষের মনসাপুজো। শুরুটা পারিবারিক পুজো হিসেবে হলেও বর্তমানে এই পুজোর দিনগুলো পাড়ার সবাই এই পুজোয় মাতেন। পরিবারের অন্যতম সদস্য পাশাপাশি যার উদ্যোগে এই পুজো এগিয়ে চলেছে সেই শ্যামাপদ সামন্ত জানান, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তখন হঠাৎই রক্তের প্রয়োজন ছিল। সেই রক্তের খোঁজ পেতে অনেক কাঠাখড় পোড়াতে হয়। সেই থেকেই তাঁর মাথায় জেদ চেপেছিল বাড়ির পুজোয় রক্তদান শিবির তিনি করবেন। সামন্ত পরিবারের এই পুজোয় দূরদূরান্ত থেকে আত্মীয়রা আসেন। এক আত্মীয় সদানন্দ সামন্ত জানান, এদিনের রক্তদান শিবিরে তাঁরা মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ৮ জন মহিলা রক্তদাতাও ছিলেন। অন্যদিকে সামন্ত পরিবারের এমন উদ্যোগে আপ্লুত রাধাকান্তপুরের বাসিন্দারাও।