দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবির

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:  দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির গৌরা সার্বজনীন দুর্গোৎসবের। একদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো,অপরদিকে করোনার প্রবল গ্রাসে চারিদিকে হাহাকার রক্তের চাহিদা, আর সেই রক্তের চাহিদা পূরণে লক্ষ্যমাত্রা নিল দাসপুর থানার গৌরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।আজ ১০ অক্টোবর দুর্গোৎসবের পঞ্চমী তিথি উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুজো মণ্ডপ প্রাঙ্গণে। সম্পাদক গোরাচাঁদ কাবড়ী জানান, আজকের রক্তদান শিবিরের উদ্বোধন করেন দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়। এই শিবিরে ১৫ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেন এবং  রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক। গৌরা পঞ্চায়েত প্রধান বিভাকর পাল,পুজো কমিটির সভাপতি জয়ন্ত পাল এবং গৌরা উপস্বাস্থ্য কেন্দ্রের করোনা যোদ্ধা হিসেবে আশা দিদিমণিরা উপস্থিত ছিলেন আজকের এই পুজো উদ্বোধন অনুষ্ঠানে বলে জানান সহ-সম্পাদক উত্তম দণ্ডপাঠ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/