তৃপ্তি পাল কর্মকার:রক্তই ফিরে দিতে পারে জীবন। তাই নতুন জীবনের প্রবেশের সন্ধিক্ষণে রক্তদান শিবিরের
আয়োজন করলেন নব দম্পতি। সেই সঙ্গে অতিথিদের হাতে তুলে দিলেন চারা গাছ। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঘাটাল থানার চৌকা এলাকার কিসমত দেওয়ান চকে। ওই নবদম্পতির নাম অভ্রজিৎ মণ্ডল এবং বাবিন মণ্ডল। অভ্রজিৎবাবু ব্যাঙ্গালুরুতে আইটি সেক্টরে কর্মরত, স্ত্রী বাবিন কলকাতায় একটি সংস্থার অ্যাকাউট্যান্ট। কেন এই ধরনের উদ্যোগ তার ব্যাখ্যা করে নব দম্পতি বলেন, তাদের অনেকদিনের ইচ্ছে ছিল বিয়ের রিশেপসনের দিনটা একটু অন্যরকম হবে। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। অতিথিরাও এই উদ্যোগে অভিভূত।সত্যি এই নব দম্পতির মতো প্রত্যেকটি সমাজ সচেতন মানুষ যদি পারিবারিক অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের সামাজিক দায়বদ্ধতার কাজ করার উদ্যোগ নেন তাহলে সমাজটা আরও সুন্দর ভাবে এগিয়ে যেতে পারে।