পারিবারিক অনুষ্ঠানগুলিতে রক্তদান শিবির করার বার্তা দিলেন মহকুমা শাসক

সুইটি রায়, স্থানীয় সংবাদ,ঘাটাল: পারিবারিক অনুষ্ঠানগুলিতে রক্তদান [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]শিবির করে রক্তের সংকট কমানো যেতে পারে। তাই পারিবারিক যে কোনও অনুষ্ঠানে সামাজিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির করার বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ৮ মে দাসপুর-১ ব্লকের তিলন্দ গ্রামের একটি বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবিরে এসে এমন মন্তব্য করেছিলেন মহকুমা শাসক। এদিন ছিল ওই গ্ৰামের বাসিন্দা দুই ভাই চিত্তরঞ্জন মাইতি ও বিনয় মাইতির ছেলেদের বৌভাতের অনুষ্ঠান। বিয়েবাড়িতে সমস্ত অনুষ্ঠানের আয়োজন তো ছিলই, সেইসঙ্গে একটি রক্তদান শিবির করা হয়েছিল। নবদম্পতি অরিন্দম মাইতি ও শিল্পা মাইতি ছাড়াও বিয়ে বাড়িতে উপস্থিত থাকা অতিথিরাও রক্তদান করেছিলেন।
মহকুমা শাসক ওইদিনের রক্তদান শিবির থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছিলেন, রক্তের চাহিদা মেটাতে ক্লাব, সংস্থা ও সংগঠন থেকে বিভিন্ন সময় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। কিন্তু তা সত্ত্বেও রক্তের সঙ্কট পুরোপুরিভাবে কখনই মেটে না। বিশেষ করে গ্রীষ্মকালে এই সঙ্কট বেশি করে দেখা যায়। তাই পারিবারিক অনুষ্ঠানগুলিতেও যদি রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে এই সমস্যা অনেকখানি কমে যাবে বলে আশা করা যায়। পারিবারিক অনুষ্ঠানগুলিতে এমনিতেই নিমন্ত্রিত থাকেন অনেক মানুষ, জনসমাগমও বেশ ভালোই হয় তাই এই অনুষ্ঠানগুলিতে রক্তদানের ব্যবস্থা করা অনেকটাই সহজ।
ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিনের রক্তদান শিবিরে ছ’জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে রক্তদান শিবির থেকে। পেশায় চিকিৎসক অরিন্দমবাবু বর্তমানে জলপাইগুড়ি জেলার মাটিয়ারিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) পদে কর্মরত রয়েছেন। তিনি বলেন, কর্মসূত্রে আমি প্রায়ই লক্ষ্য করি হাসপাতালগুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। বিশেষ করে এই গরমের সময় এই সঙ্কট খুবই প্রকট হয়। সেই অভিজ্ঞতা থেকে ইচ্ছে ছিল নিজের উদ্যোগে একবার রক্তদান শিবির করবো। তাই নিজের বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির করলাম।
ওইদিন অরিন্দমবাবুর ভাই অনির্বাণ মাইতি ও অর্পিতা মাইতিরও বৌভাতের অনুষ্ঠান ছিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com