তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: উৎসবকে আরও বর্ণময় করে তুলতে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুন। বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক বলেন আসন্ন দুর্গা উৎসবের দিনগুলি মানুষ যাতে ভালো থাকে সেই জন্য সমাজের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। আনন্দ উৎসবকে রঙিন করে তুলতে সবাই যদি একটু একটু করে সমাজসেবামূলক কাজ করি তাহলে আমরা সবাই ভালো থাকবো। রক্তদান এমনই একটি সামাজিক কর্মকান্ড যার কোন বিকল্প নেই। মানুষের রোগ জ্বালা সময় বলে কয়ে আসে না। আমাদের আনন্দ উৎসবে সময় হয়তো বা অন্যের রক্তের প্রয়োজন পড়তে পারে। আমরা যদি সকলেই রক্তের ভাণ্ডার কে পূর্ণ রাখি, তাহলেই উৎসবের দিনেও মানুষ রক্ত পাবে। আজ ঘাটাল মহকুমার চন্দ্রকোনার নিচন্যা দুর্গা উৎসব কমিটির রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মহকুমা শাসকএই বার্তা দিলেন। মহাকুমা শাসক বলেন ঘাটালে প্রচুর রক্তদান শিবির হয়। এখান থেকে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন ব্লাড ব্যাংক এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। আমি গর্বিত এমন একটা জায়গায় কাজ করছি। যেখানে রক্তদান আন্দোলনটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
সম্প্রতি ঘাটালের বানভাসি মানুষেরা বন্যার ক্ষয়ক্ষতিতে ভুলে গিয়ে দুর্গাপূজার আনন্দ উৎসবে মেতে উঠেছে। উৎসবের দিনগুলিকে আরো রঙিন করতে বিভিন্ন পূজা কমিটিসহ স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে উৎসবে রক্তদান থাকুক এই বার্তা দিলেন।
উল্লেখ ঘাটালের মহকুমা শাসক নিজে একজন নিয়মিত রক্তদাতা। সাথে সাথে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। মহাকুমার সর্বোচ্চ আধিকারিক বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত থাকার সুবাদে অল্পদিনেই মহকুমাবাসীর কাছের মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন।