এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পিছু হটল ঘাটাল পুরসভা.

Published on: November 28, 2019 । 7:27 AM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের গেটের সামনে আমূল কোম্পানির ডিলারকে দিয়ে সৌন্দর্যায়নের নামে নির্মাণকার্যটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পুরসভা। স্কুল কর্তৃপক্ষের কঠোর বিরোধিতা সেই সঙ্গে সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় পুরসভার তীব্র সমালোচনার কারণেই পুরসভা বিষয়টি থেকে পিছিয়ে আসতে বাধ্য হয় বলে জানা গিয়েছে। চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, এখন ওই কাজটি বন্ধ রাখা হয়েছে।আগামী দিনে যদি কিছু করার প্রয়োজন হয় সেটা পুরসভাই করবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad