এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে জন্মদিন, দাসপুরের আরমানের ইচ্ছে-পূরণ

Published on: May 15, 2020 । 10:39 AM

ছেলের আবদার,তাও আবার জন্মদিনে। তাই লকডাউনের মাঝেই আবদার পূরনে দাসপুরের দুঃস্থ ও দৃষ্টিহীনদের স্কুলে পৌঁছে গেল বাবা ও ছেলে। ১৪ মে বৃহস্পতিবার নিজের এবারের জন্মদিন টা একটু অন্যভাবে পালন করলো দাসপুর বিবেকানন্দ একাডেমির সপ্তম শ্রেনীর ছাত্র সৈয়দ আরমান।

নিজের টিফিনের জন্য বাঁচিয়ে রাখা কিছু টাকা নিয়ে বৈকুন্ঠপুর নিম্বার্কমঠ পরিচালিত দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী এবং বৃদ্ধাশ্রমের প্রায় ৩০ জন আবাসিকদের সঙ্গে নিজের আনন্দটা ভাগ করে নিল সে। নিজে হাতে আবাসিকদের হাতে যৎসামান্য টিফিনের প্যাকেট তুলে দিল সে।

প্রাথমিক শিক্ষক সৈয়দ মিসবাউলের পুত্র আরমানের এ হেন মানসিকতায় আপ্লুত নিম্বার্কমঠের মহারাজ সুবাস ত্রিপাঠী। আরমানকে আশীর্বাদ করে,বুকে জড়িয়ে আগামীদিনে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ হওয়ার জন্য শুভকামনা জানান মঠের মহারাজ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭