এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালিত হল

Published on: July 30, 2019 । 10:25 PM

মনসারাম কর:পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের   ১২৯ তম মৃত্যু দিবসকে কেন্দ্র করে আজ ৩০ জুলাই ঘাটাল মহকুমার বীরসিংহে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠানগুলির আয়োজন করে  বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি এবং ভগবতী বিদ্যালয়।
আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট    ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা ও গবেষক ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টিআইসি লক্ষ্মীকান্ত রায় ও অধ্যাপিকা  ড. দেবতুসি মিশ্র চৌধুরী, ঘাটালের জয়েন্ট বিডিও শুভাশিস মেইকাপ, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না ও সহ সভাপতি দিলীপ মাজি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমূখ।
এই সভায় উপস্থিত থেকে মহকুমা শাসক বিদ্যাসাগরের অবদান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মহুকুমা জুড়ে  সমাজের সমস্ত স্তরে বিদ্যাসাগরের চিন্তা ধারা যাতে আরো বেশি করে ছড়িয়ে দেয়া যায় তার মত প্রকাশ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত  অধ্যাপিকা ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় ও দেবতুসি মিশ্র চৌধুরী বিদ্যাসাগরের নারী চেতনা ও নারী শিক্ষার উপর গবেষণা মূলক কিছু তথ্য নিপুণভাবে তুলে ধরেন।  লক্ষীকান্ত রায় এই অনুষ্ঠান থেকেই কলকাতায় বিদ্যাসাগর এর মূর্তি ভাঙার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, কলকাতার বুকে বিদ্যাসাগরের একটি মূর্তি ভাঙা হল। সারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা লজ্জিত হলাম। আমরা আহত বোধ করলাম। আজকের অনুষ্ঠানে   সাহিত্যিক সাধন বারিকও উপস্থিত ছিলেন। তিনি তার ছোট্টো ছড়ার মাধ্যমে খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন:
“মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি!/ জেঠুর ইচ্ছে উকিল হব,  দাদুর ইচ্ছে মাস্টারি।/ ইচ্ছে গুলো কেমন যেন, ভেবেই আমি থ!/ কেউ আমাকে বলল নাতো, খোকা মানুষ হ”

অনুষ্ঠানে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের টিআইসি শক্তিপদ বেরা সরকারি সহায়তায় এই অনুষ্ঠানটিকে আর বড় মাত্রায় করার প্রস্তাব তোলেন।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা