সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান দখল করল ঘাটাল থেকে পড়াশোনা করা আয়ুষ্মান

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষায় সারা ভারতের মধ্যে ষষ্ঠ স্থান দখল করল আয়ুষ্মান [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটক। তার বাবা উদয় ঘটক বরদা বাণীপীঠ হাইস্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। আয়ুষ্মান সেই সুবাদেই এক সময় ঘাটাল শহরে থাকত। সে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ঘাটাল কুশপাতার এন.আর আকাদেমিতে পড়াশোনা করেছে। তারপর বরদা বাণীপীঠ হাইস্কুলে কিছু দিন পড়াশোনা করে। উদয়বাবু বলেন, তারপর আমি বদলি হয়ে বাড়ির কাছাকাছি স্কুলে চলে এলে ছেলেকে আরামবাগ বিবেকানন্দ আকাদেমিতে ভর্তি করি। এবছর সেখান থেকেই সিবিএসই পরীক্ষা দিয়েছিল আয়ুষ্মান। ৫০০’র মধ্যে ৪৯৪ পেয়েছে। আয়ুষ্মানের বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুরে। আয়ুষ্মানের বাবা উদয় ঘটক বাঁকুড়া জেলার গোপীনাথপুর সরোজবাসিনী হাইস্কুলের ভূগোলের শিক্ষক আয়ুষ্মানের মা  শিবানী রায় ঘটক ওই জেলারই ভগলপুর আরকে হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা। এক মাত্র সন্তানকে উদয়বাবু ও শিবানীদেবী সিংহভাগ সময় দিতেন। এছাড়াও তার বেশ কয়েকটি গৃহশিক্ষক ছিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।