কোভিড-১৯ যোদ্ধাদের মধ্যে প্রথম সারিতে যাঁরা তাদের মধ্যে অবশ্যই অন্যতম পুলিশ। জেলার দাসপুর থানায় প্রথম করোনা পজিটিভ। করোনা যুদ্ধে ওসি সুদীপ ঘোষালের নেতৃত্বে দাসপুর পুলিশের ভূমিকা অনস্বীকার্য।
শনিবার সুদীপবাবুকে চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলা সুদীপ বাবুরই ছবি এঁকে তাঁর হাতে করোনা যুদ্ধের সম্মান স্বরূপ নিজের সৃষ্টি তুলে দিলেন। প্রসেনজিৎ বাবু জানান,এই করোনা রোধে দাসপুর পুলিশ যে ভূমিকা পালন করছে তাতে তিনি মুগ্ধ। তাই তিনি তাঁর শিল্পের মাধ্যমেই দাসপুরের ওসিকে সম্মান জানালেন। তিনি আরও জানান,সুদীপবাবুর নেতৃত্বে দাসপুর আজ করোনা যুদ্ধে বুক চিতিয়ে লড়ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)







