নিজস্ব সংবাদদাতা: ভোটার আইডি কার্ডের সঙ্গে এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানোর কাজ শুরু হয়েছে চলেছে। ১ আগস্ট ২০২২ থেকে চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সাথে ভোটার আইডি লিঙ্ক করা থাকলে, কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা, একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা সনাক্ত করতে সুবিধে হবে। ভোটারদের পরিচিতি নিশ্চিত করতে এই লিঙ্ক করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। আপনারা (১) Voter Helpline অ্যাপটি ডাউনলোড [লিঙ্ক:https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen] করে নিজে নিজেই আধার লিঙ্ক করে নিতে পারবেন। (২) কিম্বা https://www.nvsp.in/ এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করানো যাবে। অথবা (৩) স্থানীয় বিএলও’র(যিনি ভোটে নাম তোলার কাজ করেন) কাছে গিয়ে 6B ফর্ম পূরণ করেও আধার লিঙ্ক করতে পারবেন।