শ্রীকান্ত ভুঁইঞা, সাংবাদিক, স্থানীয় সংবাদ: ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার পাঁচবেড়িয়ায় ভয়াবহ পথদুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে মোটর বাইকে করে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় এক কৃষকের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল পাঁশকুঁড়া সড়কের পাঁচবেড়িয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম মদন প্রামানিক(৬০),বাড়ি দাসপুর থানার বাড় শিমুলিয়ায়। জানা গেছে আজ বৃহস্পতিবার সকালে মোটর বাইকে করে ছেলের সাথে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় দ্রুত বেগে আসা একটি পণ্যবাহী ট্রাককে পাশ দিতে গিয়ে ধাক্কা হয় তাঁর। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে যায় বাইক আরোহী বাবা মদন প্রামাণিক। সাথে সাথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। এই দুর্ঘটনার লাইভ কোভারেজ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন https://fb.watch/cwvmJT51pS/