সৌমেন মিশ্র: চন্দ্রকোণা-হলদিয়া বাস দুর্ঘটনার কবলে। জখম হয়েছেন সাত জন। তাঁদের মধ্যে একজন বাইক চালকও রয়েছেন। আজ ৩০ অক্টোবর সকাল সাড়ে ন’টা নাগাদ চন্দ্রকোণা-হলদিয়া যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্টোনচিপস বোঝাই মেশিন ভ্যানকে ধাক্কা মারে। ফলে সাত জন গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার দেউলপোতাতে। বর্তমানে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে।
চন্দ্রকোণা-হলদিয়া বাস দুর্ঘটনার কবলে, জখম ৭
By সৌমেন মিশ্র
Published on: October 30, 2020 । 10:19 AM





