এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ১

Published on: November 8, 2019 । 10:23 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ৮ নভেম্বর সন্ধ্যার পর ক্ষীরপাই চন্দ্রকোণা সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। অন্য একজন গুরুতর জখম হয়েছে। আজ সন্ধ্যায় ওই সড়কের ভৈরবপুরে  ভোলানাথ কোটাল(৫৫) নামে এক ব্যক্তি হেঁটে ওই সড়ক দিয়ে আসছিলেন। সেই সময় কোনও একটি গাড়ি তাঁকে থেঁতলে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ভোলানাথবাবুর বাড়ি ভৈরবপুরেই।  অন্যদিকে ওই সড়কের কালিকাপুর দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটি মালবাহী গাড়ির খালাসী গুরুতর জখম হয়েছেন। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad