দাসপুরের দানিকোলায় দুই বাইকে ধাক্কা, আহত ৩ আশঙ্কাজনক ১

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সোমবারের সাত সকালেই দাসপুর থানার দানিকোলা পাওয়ার হাউসের সামনে দুই বাইকের  মধ্যে মুখোমুখি ধাক্কা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ভয়াবহ এই পথ দুর্ঘটনায় আহত ৩, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নাড়াজোল গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, আজ ১০ জুলাই সোমবারের সকাল প্রায় ৭টা নাগাদ নাড়াজোল সুপা যে গ্রামীণ সড়ক সেই সড়কের দানিকোলা পাওয়ার হাউসের সামনে দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এক বাইকে ১ জন অন্য বাইকে ২ জন ছিলেন। এই দুর্ঘটনায় উভয় বাইকের ৩ জনই আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চন্দ্রকোণা থানার পলাশচাপড়ি এলাকার পলাশ পাখিরার বাইকের সাথে দাসপুর থানার সীমানা গ্রামের হীরক পাত্রের বাইকের মুখোমুখি ধাক্কা লেগেছিল। হীরকের বাইকে ছিলেন ওই সীমানা গ্রামেরই রাজকৃষ্ণ পাত্র নামে এক ব্যক্তি। আহত এই ৩ জনের মধ্যে পলাশ পাখিরার অবস্থান আশঙ্কাজনক তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!