কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল থানার দেওয়ানচক্ ২নং গ্রাম পঞ্চায়েতের পাঁচবেড়িয়ামোড়ে (নলগেড়িয়া) আজ সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ল দুই বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় সকালে সলাগেড়িয়ার দুই যুবক এই স্থান দিয়ে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটে। একটি মেশিনট্রলিকে সাইড দিতে গিয়ে উল্টোদিক থেকে আসা এক মোটরবাইকের মুখোমুখি হয় ওই যুবকদুটি। ঘটনার আকস্মিকতা সামলাতে না পেরে ওই দুই যুবক মেন রাস্তা থেকে নেমে যাওয়ায় পিছলে গিয়ে মোটরবাইকসহ পড়েযায় এবং আহত হন। ঘটনাস্থলে স্থানীয়রা আসেন এবং মাথায় ও ক্ষতস্থানে জল,বরফ দেন। পরবর্তীকালে স্থানীয়দের প্রচেষ্টায় বাড়িতে জানানো হয় এবং মারুতি ডেকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুই যুবকের একজনের মাথা,কান ও কাঁধে আঘাত লেগেছে এবং অন্য জনের ডান পায়ের হাঁটুতে ও পায়ের বুড়ো আঙুলের কিছু অংশ কেটে গেছে বলে জানা গেছে ।