ঘাটাল-চন্দ্রকোণা সড়কের ঘাটাল থানার সিংহডাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা প্রাইভেট কারের। প্রাইভেট কারের ডান দিকের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী। একেবারে আশঙ্কাজনক অবস্থা বাইক চালকের। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। প্রত্যক্ষদর্শী সুমন দাস জানাচ্ছেন আজ ১২ জানুয়ারি সন্ধ্যা প্রায় পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ক্ষীরপাই থেকে ঘাটালের দিকে যাচ্ছিল ওই প্রাইভেট কাটি আর সেই সময়ই ঘাটালের দিক থেকে আসছিল বাইকটি। ঘাটালের সিংহ ডাঙ্গাতে প্রাইভেট কারের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা। মর্মান্তিক পরিস্থিতি বাইক চালকের। তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলেই রয়েছে প্রাইভেটকার এবং বাইকটি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।