সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দীঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার(road accident) কবলে ঘাটালের যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা প্রাইভেট কারের(private car) ধাক্কা ৩ পথচারীকে, পরে ধাক্কা রাস্তার পাশের এক গাছে। দুর্ঘটনার ভয়াবহতা এবং গতি আন্দাজ করতে পারবেন এটা জেনে যে গাছে ধাক্কার সাথে সাথে গাড়ির ইঞ্জিন ছিটকে বেরিয়ে যায়। গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে। গাড়ির মধ্যে থাকা চালক(driver) এবং এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু(spot death)। অন্যদিকে রাস্তার পথচারীদের মধ্যে ২ জনেরই মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম ভাস্কর মোদক বাড়ি ঘাটালের ১৫ নম্বর ওয়ার্ড কোন্নগর কয়েততলার মাঠ এলাকায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে ভাস্কর ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যে প্রায় সাড়ে ৬টা নাগাদ নিজের গাড়ি নিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। ওই রাতেই হলদিয়া মেচেদা জাতীয় সড়কে(Haldia mecheda national highway) তমলুক(Tamluk) থানার ভাণ্ডারবেড়িয়ার নিমতৌড়ির কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দীঘার(Digha) দিকে যাওয়ার পথে ওই ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহী কে ধাক্কা মেরে একটি গাছে ধাক্কা মারার পরে গাড়িটি উল্টে যায় নয়ন জুলিতে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এতটাই গাড়ির গতিবেগ ছিল গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। দুজন স্থানীয় পথচারী, একজন গাড়িতে থাকা মহিলা এবং ওই গাড়ির চালক। গাড়ির চালকের আসনেই ছিলেন ঘাটালের কোন্নগর কয়েততলার মাঠ এলাকার বছর ২৮ এর ভাস্কর মোদক। তবে ভাস্করের সাথে ওই গাড়িতে থাকা মহিলার পরিচয় পাওয়া যায়নি।রাতেই ভাস্করের পরিবার তমলুকে গিয়ে ভাস্করের দেহ শনাক্ত করেছে তবে তাদের কাছেও ওই মহিলা অজ্ঞাতপরিচয়।
Home এই মুহূর্তে ব্রেকিং দীঘা যাওয়া হল না! মর্মান্তিক মৃত্যু ঘাটালের যুবকের,সাথে থাকা মহিলার পরিচয় মেলেনি।...