এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,গুরুতর জখম ছাত্রী। সাথের ছেলেটি তার Boyfriend?

Published on: April 16, 2024 । 7:55 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা(road accident)।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
মঙ্গলবার বেলা প্রায় ১২টা নাগাদ এই দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা এক বাইক(bike) ঘাটালের দিক থেকে এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা পাঁশকুড়া গামী এক লরির পিছনে। জানা যাচ্ছে, ভয়াবহ এই দুর্ঘটনার কবলে দাসপুরের(Daspur) বেনাই এলাকার এক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী(student), আহত ওই বাইকের চালকও(driver) যে নাকি ওই ছাত্রীর বয়ফ্রেন্ড(boyfriend) গুরুতর আহত(injured) ওই ছাত্রীর চিকিৎসা চলছে গৌরার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে।

দাসপুর ২ ব্লকের আরিট বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক নরেন দে জানান, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় আহত ওই ছাত্রী তাঁর স্কুলে দশম শ্রেণিতে পড়ে। সে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলের সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে বেরিয়ে যায়। সহপাঠীদের থেকে জানা গেছে ওই ছাত্রীর আজ তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যাওয়ার কথা। তার সাথে ছিল একটি লাল রঙের ব্যাগও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই বাইকের চালকের নাম রোহিত মিদ্যা। রোহিতের বাড়ি দাসপুর থানারই গোপীগঞ্জ এলাকায়। রোহিত কলকাতার(Kolkata) গোড়িয়া এলাকায় কর্মসূত্রে থাকে। জানা যাচ্ছে বয়ফ্রেন্ড এই রোহিতের সাথে বাইকে করে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল দাসপুরের আরিট বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই দশম শ্রেণির ছাত্রী। যাবার পথে দাসপুরের দুর্গাপুরে এই ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন দে জানাচ্ছেন ওই ছাত্রী এখন দাসপুরের গৌরায় এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now