এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাত সকালেই চন্দ্রকোণা রোডে যুবককে পিষে দিল লরি

Published on: January 27, 2024 । 12:25 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালেই চন্দ্রকোণা এলাকায় পথ দুর্ঘটনা(Accident) মৃত্যু হল এক যুবকের।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘটনা চন্দ্রকোণা রোডে(Chandrakona road) গাছশীতলা মোড় এলাকার। মৃত যুবকের নাম, ঠিকানা জানা যায়নি। পুলিশ(Police) ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঠাকুরবাড়ি থেকে চন্দ্রকোণা রোডের দিকে সাইকেলে করে ওই যুবকটি যাচ্ছিলেন। ঘাটাল-চন্দ্রকোণা রাস্তা(Ghatal-Chandrakona road) পার করার সময় পেছন থেকে একটি লরি এসে সজোরে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাফিলতিকে এই ঘটনার জন্য দায়ী করছেন। ঘটনাকে ঘিরে ওই এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]