দিব্যেন্দু জানা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ঘাটালের প্রৌঢ়ের। রবিবার সন্ধ্যায় মৃতদেহ গ্ৰামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোক থেকে গ্ৰামবাসীরা সকলেই। মৃতের নাম দেবেন্দ্র বেরা(৫৫)। বাড়ি ঘাটাল(Ghatal) থানার বালিডাঙায়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৮ জানুয়ারি ব্যবসার কাজে মায়াপুর(Mayapur) যান তিনি। সঙ্গে ছিলেন আরও দুজন। ব্যবসার কাজ সেরে ওইদিন রাতে মায়াপুর থেকে আরামবাগ(Arambag) হয়ে বাড়ি ফিরছিলেন দেবেন্দ্রবাবু। সেইসময়ই সামতা চৌমাথায় মেন রাস্তায় উঠতে গেলে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান(Van) ধাক্কা মারে তাদের। পিকআপ ভ্যানের সঙ্গে কিছু দূর টানা হয়ে যায় তাদের বাইকটি(Bike)। বাইকে থাকা তিনজনই গুরুতর জখম(Injured) হন। স্থানীয়দের সহযোগিতায় এবং পুলিশের তদারকিতে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Arambag medical college and hospital) ভর্তি করা হয়। তাদের মধ্যে সুশান্ত সামন্ত ও দেবেন্দ্র বেরা এই দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাদের রেফার করা হয় কলকাতা এসএসকেএম হাসপাতালে(SSKM)। সেখানেও দেবেন্দ্রবাবু দ্বিতীয় দিনে অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় দিনের শেষে চিকিৎসকেরা দেবেন্দ্র বেরাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও সঙ্কটজনক। ২১ জানুয়ারি সন্ধ্যায় তাঁর মৃতদেহ বালিডাঙার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন সকলে।
উল্লেখ্য, দেবেন্দ্রবাবু এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এলাকার মানুষ তাঁকে দেবা নামেই বেশি চিনতেন।