এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরের শিক্ষকের ব্যবহারে মুগ্ধ আবু তাহেববাবু

Published on: February 3, 2020 । 1:34 PM

মোবাইল কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলেন শিক্ষক,আর নিজের মোবাইল ফিরে পেয়ে শিক্ষকের বিদ্যালয়ের পৌঁছে গেলেন মোবাইলের মালিক। শিক্ষকের উপহার স্বরূপ ছাত্রছাত্রীদের জন্য নিয়ে গেলেন চকলেট। ঘটনা জেলার রামজীবনপুরের। আজ ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে রামজীবনপুররের কাঁটাগোলা অত্যয়িত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত পিড়ি এক মোবাইল কুড়িয়ে পেয়ে স্থানীয় রামজীবনপুর পুলিস ফাঁড়িতে জমা দেন। পরে মোবাইলের মালিক আবু তাহেব মোবাইল ফিরে পেয়ে অমিতবাবুকে ধন্যবাদ জানাতে পৌঁছে যান বিদ্যালয়ে। শিক্ষকের এই অসামান্য মনোভাব ও সততাকে যোগ্য সম্মান দিতে আবু তাহেব বাবু অমিত বাবুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে যান চকলেট,অমিতবাবুর জন্য কলম এবং দুপুরে খাবার জন্য বিরিয়ানি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭