অভিশপ্ত ২৫
—আশিস হুদাইত
………………………………
২৫ রেখে গেল বিশ্বময় কেবলই জাতপাত বর্বরতা নগ্নতার ছবি,
অমানবিকতার এক চরম নিদর্শন,
এক রক্তাক্ত পৃথিবী দিয়ে গেল উপহার,
রেখে গেল সভ্যতার এক অবর্ণনীয় নির্লজ্জ অধ্যায়।
কী যেন এক ভয়ঙ্কর নেশায় উন্মত্ত মানুষের দল,
পশুরাও হয় না মত্ত এহেন স্বজাতি নিধনে,
আকৃতিতে অমানুষ বলে হয় না কিছুই ,
মানুষের মাঝেই তাদের অবাধ যাপন।
একদিন মানুষ জাতিটাই সর্বস্ব হারিয়ে পরিনত হবে আপাদমস্তক অমানুষে,
হাজারো হরপ্পা-মহেঞ্জোদড়ো খুঁড়ে-
তোমরা খুঁজে পাবে নাকো অস্তিত্ব মানুষের,
স্রষ্টা খুঁজে খুঁজে ক্লান্ত হবে সৃষ্টির দেখা না পেয়ে,
ভাববে অবশেষে-
সকলই অভিযোজন বিবর্তনের ফল।
অভিশপ্ত ২৫






