এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে উদ্ধার প্রকাণ্ড চন্দ্রবোড়া

Published on: May 5, 2020 । 7:57 PM

রাজেশ চৌধুরী: প্রকান্ড বিষধর সাপ,বাড়ি থেকে বের হলেই মাঝে মধ্যেই দেখা মিলত। মঙ্গলবার বনদপ্তরে খবর দিলে অবশেষে সে সাপ উদ্ধার হল। দাসপুরের ভোডাফোন টাওয়ারের পিছনে রবীন্দ্রনাথ দে এর বাড়ির সামনে থেকে বন দপ্তর উদ্ধার করল এক বিশালাকার চন্দ্রবোড়া সাপ।

সাপটির দৈর্ঘ্য অরায় ৪ ফুট ও ওজন প্রায় ৫ কেজির মত। স্থানীয় বাসিন্দারা জানান,সাপটি নিয়মিত ওই ঝোপেই থাকত। সাপটি উদ্ধার হওয়ায় আতঙ্ক কাটল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭