৩০ শে জুন নয় তার আগেই পঠন পাঠনে ফিরতে চায় দাসপুরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারাও। গত সপ্তাহেই জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের শিক্ষা দপ্তর ৩০ শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু সে নির্দেশের জেরে কপালে ভাঁজ পড়েছে সারা রাজ্যের সাথে আমাদের দাসপুরের সচেতন অভিভাবকদেরও।
আজ ৯ই মে দাসপুর থানার সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাজীর কাছে লিখিত ভাবে আবেদন জানালেন যাতে বিদ্যালয়ে পঠন পাঠন জারি থাকে। দেখুন স্থানীয় সংবাদের বিশেষ প্রতিবাদন।