এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর সুলতাননগর-গোপীগঞ্জ রুটে পথ অবরোধ

Published on: March 25, 2019 । 9:21 PM

চন্দ্রা গুঁই: দাসপুর থানার সুলতাননগরে আবার পথ অবরোধ। ২৫ মার্চ সকালে ওই রুটের কলাইকুণ্ডুতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে।  প্রায় ১৫ দিনের মাথায় একই ইস্যুতে একই জায়গায় বার বার পথ অবরোধ হওয়ায় প্রশাসন ভোটের মুখে বেশ বিব্রত বোধ করছে। পিচ রাস্তা মোরাম ও ইট দিয়ে সংস্কারের কাজ শুর করলে আজ সকাল ১০টা থেকে ওই রাস্তাটির ওপর বাঁশ, গাছের ডালপালা রেখে দিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল হলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাসপুর থানার পুলিস ঘটনাস্থলে যায়।   অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে।  দাসপুর থানার পুলিস জানিয়েছে, দুপুর ১টা  থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত সাহা বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রায় ৪৮ কোটি টাকার একটি প্রোজেক্ট পাঠানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু টেন্ডারে ন্যূনতম তিন জন করে আবেদন না করায় টেন্ডারটি সম্পূর্ণ হচ্ছে না। আর যেহেতু খুব সামনেই নির্বাচন ঘোষণা হয়েগিয়েছে সেজন্য এই মুহুর্তে টেন্ডার করে পিচ ও পাথর দিয়ে সংস্কার করা সম্ভব হবে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad