১৪ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বিকেল থেকেই দাসপুর রাজনগরের দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাসপুর থানার রাজনগর ইউনিয়ন হাইস্কুলের উচ্চমাধ্যমিকের দুই ছাত্র রিন্টু দাস ও প্রীতম দাস গতকাল দুপুরে টিউশন যাবার নাম করে বাড়িথেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। বেলা গড়িয়ে রাত হলেই রাজনগর গ্রামের দাসপাড়ার দুই ছেলে বাড়ি ফেরেনি।
চারিদিকে খোঁজ চলে কোথাও কোনো হদিশ মেলেনি। তাদের কাছে থাকা মোবাইলেও ফোন যায়নি। অবশেষে অভিযোগ জানানো হয় দাসপুর পুলিসে।
রিন্টু ও প্রীতম দুজনেই কলাবিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক দেবে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষার ঠিক আগেই দুই পরীক্ষার্থীর নিখোঁজ হওয়া নিয়ে রাজনগর এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানাগেছে ওই দুই ছাত্র পড়াশোনা যথেষ্ট গুরুত্ব দিয়েই করে। কিন্তু হঠাৎ তাদের উধাও হয়ে যাওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও চিন্তিত।
দুই ছাত্রের বাবা গনেশ দাস ও প্রণয় দাস দুজনেই ছেলেদের হঠাৎ উধাও হওয়া মেনেনিতে পারছেন না। পরিবার সূত্রে বলাহয়,তারা তাদের ছেলেদের সাথে একেবারে বন্ধুর মতই মিশে এসেছেন। যে কোনো সমস্যা হলে ছেলেরা আগে তাদেরকে জানায়। কিন্তু পরীক্ষার আগে ঠিক কী এমন ঘটল যে ছেলেরা একেবারে উধাও হয়ে গেল? বুঝতে পারছে না দাস পরিবার।