আজছিল ঘাটাল মহকুমা তথা আমাদের দেশের স্বাধীনতা আন্দলনের অন্যতম শহীদ প্রদ্যোতের ৮৭তম আত্মবলিদান দিবস। যা হয়তো নতুন প্রজন্ম তো দূর মহকুমার অনেকেই জানেই না! খুবই অনাড়ম্বরে স্থানীয় একটি সমিতি ও ক্লাবের উদ্যোগে পালিত হল মহকুমা তথা জেলার এই শহীদের মৃত্যু দিবস।
প্রদ্যোত ভট্টাচার্যের জন্ম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগরের গোকুলনগরে। পিতা ছিলেন ভবতারণ ভট্টাচার্য।মেদিনীপুর হিজলি বন্দি শিবিরে নিরস্ত্র বন্দিদের উপর গুলি চালানোর প্রতিবাদে তিনি উদগ্রীব ছিলেন ব্রিটিশ নিধনে। ১৯৩২ সালের ৩০ এপ্রিল অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাসকে হত্যা করেন বাংলার বিপ্লবীরা। হত্যাকারীকে পালানোয় সহযোগিতা করায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন বাংলার এই দামাল ছেলে। প্রদ্যোৎ তখন মেদিনীপুর কলেজের ছাত্র,বছর ২০এর তরতাজা যুবক। ১৯৩৩ সালের আজকের দিনেই মেদিনীপুর সেন্ট্রাল জেলে বাংলার এই বীর বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়। প্রদ্যোতের জন্মভিটায় ধুঁকছে এই বিপ্লবীর নামে স্মৃতি সমিতি। সরকারি ভাবে নেই প্রচার!
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp