এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের আনন্দগড় স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান

Published on: December 18, 2018 । 12:43 PM

বিশেষচাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল প্রাথমিকের নাড়াজোল-২চক্র। ১৮ ডিসেম্বর সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় ও নাড়াজোল-২ চক্রেরব্যবস্থাপনায় এই চক্রেরই আনন্দগড় প্রাথমিক স্কুলে ৪৪ জন বিশেষ চাহিদা

সম্পন্নশিশুদের নিয়ে অঙ্কন, আবৃত্তি, গান প্রভৃতি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি হল।নাড়াজোল-২ চক্রের স্পেশাল এডুকেটর সত্যজিৎ ভুঁইঞা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।সত্যজিতবাবু বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এধরনের প্রোগ্রামটিনাড়াজোল-২ চক্রে ১৯৮১ সাল থেকে হয়ে আসছে।  আনন্দগড় প্রাথমিক স্কুলে প্রধানশিক্ষক প্রলয় বেরা এবং সহ শিক্ষক শ্যামসুন্দর দোলই বলেন, এদিন আবহাওয়া খারাপথাকলেও অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উৎসাহের খামতি ছিল না। 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177