ভারতবর্ষের ৬৪ তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব উনিশ বিভাগে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ঘাটালের খড়ার-সিংহপুরের অনন্যা রায় ৷ রাজ্যস্তরে ভালো ফল করে সে এই যোগ্যতা অর্জন করেছে ৷ বাবার চাকুরীসূত্রে ও নিজেদের পড়াশুনো, খেলাধূলোর কারণে পরিবারের সাথে মেদিনীপুর শহরে থাকে সে ৷ মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ৷ পড়াশুনো খেলাধুলোর পাশাপাশি যোগাভ্যাস,অভিনয়, সঙ্গীত, নৃত্য, লেখালেখি নিত্যসঙ্গী অনন্যার ৷ সম্প্রতি তার লেখা কবিতা, ছড়া ও লেখনীর একটি সংকলন গ্রন্থও প্রকাশিত হয়েছে ৷ নতুন মুখ সিনেমা সংস্থার নির্মিত তার অভিনীত সিনেমা “পরিযায়ী” মেদিনীপুর শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় ৷ আগরতলায় ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ৷ এটি ওর তৃতীয়বার জাতীয়স্তরে অংশগ্রহণ ৷