এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সি আই ডি এসে নিস্ক্রিয় করল বাজেয়াপ্ত আতসবাজি

Published on: November 23, 2018 । 9:26 PM

আদালতের নির্দেশ মেনে এবার পুজোর সময় সারা রাজ্যের সাথে দাসপুর পলিসও অভিযানে নেমেছিল উচ্চশক্তি সম্পন্ন অবৈধ আতসবাজি বাজেয়াপ্ত করতে।
পুজোর দিনগুলিতে লাগাতার অভিযান চালিয়ে প্রচুর অবৈধ আতসবাজি বাজেয়াপ্ত করে দাসপুর পুলিস।
সেই সব বাজেয়াপ্ত আতসবাজির আজ গতি হল। জেলার সি আই ডি এর বিশেষ বাহিনী দাসপুর পুলিস এবং দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে আজ দাসপুর লাওদার মাঠে গর্ত খুলে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেয়াপ্ত আতসবাজি গুলিকে নিষ্ক্রিয় করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭