এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল দাসপুরের ঘনশ্যামবাটীর দক্ষিণ পাড়া

Published on: November 15, 2018 । 4:08 PM

ওয়েব ডেস্ক,দাসপুর:হঠাৎ বিকট আওয়াজে কেঁপে উঠল পাড়া। পাড়ার লোকজন বাড়িথেকে বেরিয়ে না আসতে আসতে আবার বিকট শব্দ! মিনিট পাঁচেকের ব্যবধানে জোড়া শব্দে তখন সবাই এদিক ওদিক দিয়ে বেরিয়ে এসেছে। একটু চোখ চারাতেই দেখা গেল প্রায় বছর সত্তরের ছয় ফুট পরিধির শিরিশ গাছ দুফালা।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের ঘনশ্যামবাটীর। দুপুর ১টা নাগাদ ঘনশ্যামবাটী দক্ষিণ পাড়ার ভোলা হাফেজ খানের শিরিশ গাছে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে দমকল পৌঁছেছে।
গাছটির পাশদিয়েই হাইটেনশান তার দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছিল। গাছটির একটি পাতা সমেত ডাল ওই তারের খুব কাছাকাছি ছিল। সেই ডালদিয়ে গাছে বিদ্যুৎ বাহিত হয়েই এই দুর্ঘটনা বলে মনে করছে দমকলের অফিসাররা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭