সৌমেন মিশ্র,দাসপুর:দাসপুর থানার গোকুলনগর পূর্ব পাড়ার কালীমায়ের যাবতীয় গহনা চুরিতে হতচকিত পাড়ার মানুষ।
দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রাম। দাদপুর লাগোয়া এই এই গ্রামের চক্রবর্তী পাড়ায় প্রায় ৪৩৫ বছর ধরে কালীপুজো হয়ে আসছে। শুধু ওই পাড়া নয় এই কালীমায়ের পুজোয় আসপাসের গ্রাম থেকেও ভক্তদের আগমন ঘটে পুজোর রাতে।
আজ সকালে উঠে মায়ের নিত্যপুজো করতে গিয়ে পাড়ারই গোপাল চক্রবর্তীর নজরে আসে তাঁদের কালী মায়ের সোনার জিভ,সোনার নথ,বালা,বেলপাতা ছাড়াও মায়ের যাবতীয় অলঙ্কার উধাও। সাথে সাথে অন্যদের জানান গোপালবাবু। খবর যায় দাসপুর পুলিসে। গোপালবাবু জানান মায়ের চুরি যাওয়া গহনার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
অথচ গতরাতে মন্ডপ লাগোয়া এক বাড়ির দুয়ারে পাড়ার কয়েকজন মিলে শুয়ে ছিলেন। প্রায় রাত আড়াইটা অবদি তাঁরা জেগেও ছিলেন বলে জানান ওই পাড়ার এক যুবক সৌমেন চক্রবর্তী। তারই মধ্যে কীভাবে মন্দির থেকে মায়ের গহনাগুলি চুরি গেল! হতভম্ব পাড়ার সবাই।