কলেজ পড়ুয়াদের উদ্যোগে দীপাবলী উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের পোশাক বিতরণ করা হল।উদ্যোক্তাদের মধ্যে মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়, অংশুমান দাস প্রমুখ জানান ৪ নভেম্বর দাসপুর এলাকায় প্রায় ১৩০জন দুঃস্থ পরিবারের শিশুকে বস্ত্র বিতরণ করা হয়। ছবিটি পাঠিয়েছেন: মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












