এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গোপীগঞ্জে সন্ধ্যাপ্রদীপের শিখা থেকে ছড়ালো আগুন

Published on: November 2, 2018 । 10:50 PM

সন্ধ্যাপ্রদীপের শিখা থেকে ছড়ালো আগুন৷ আজ সন্ধ্যে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে দাসপুরের গোপীগঞ্জে প্রশান্ত পাল’র বাড়িতে৷ বেশকিছুক্ষন পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷বাড়িতে থাকা বেশিরভাগ আসবাপত্র ভষ্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রশান্তবাবু পেশায় কাঠ মিস্ত্রী৷ ওই বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী থাকতেন৷ আজ প্রশান্তবাবুর স্ত্রী সন্ধ্যাপ্রদীপ জ্বালতে গিয়ে ওই বিপত্তি ঘটে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364