দাসপুরের চেচুঁয়াতে একটি মন্দিরের রান্নাঘরে ভয়াভহ আগুন লাগলো। বেলা ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে৷ স্থানীয়রাই প্রথমে আগুন নেভাতে সচেষ্ট হয়৷ পরে ঘটনাস্থলে আসে দমকলের দুইটি ইঞ্জিন৷ স্থানীয়দের সহযোগিতায় আগুনকে এরেষ্ট করতে পারেন দমকল কর্মীরা৷ আগুন কী ভাবে লেগেছিল তার তদন্ত শুরু হয়েছে৷ ঘটনার জেরে মন্দিরের দুই পুজারী অগ্নিদগ্ধ হয়েছেন৷ তাঁদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷