কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আগামীকাল শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব অংশ তথা কুশপাতা, কোন্নগর, গোবিন্দপুর সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ থাকবে না। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) শেখ সরিফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুতের হাইটেনশন তারের দুই ধারের গাছের ডালপালা ও ঝোপঝাড় পরিষ্কার করার জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। ফলে ওই সময়টুকুর জন্য ঘাটাল শহরের কুশপাতা ও কোন্নগর এলাকা বিদ্যুৎ থাকবে না।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।







