তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের উদ্যোগে সম্প্রতি সাড়ম্বরে উদযাপিত হলো তিন দিনব্যাপী ‘ডাঃ অজিত কুমার পালধি স্মৃতি আবৃত্তি ও নাট্য উৎসব’। ২৬ ডিসেম্বর শুক্রবার থেকে ২৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত পাঁচবেড়িয়া হাই স্কুল মাঠে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। অনুষ্ঠানের আহ্বায়ক তথা ক্লাবের সহকারী সভাপতেই ডাঃ নির্মলকুমার পালধি জানান, শুক্রবার বিকেল ৪টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব স্বাগতা মুখোপাধ্যায় ও ঋষি মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অঞ্জন চন্দ্র। এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুব্রত কুমার বুড়াই, কবি কেশব মেট্যা, ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ কুমার মাইতি এবং বাচিক শিল্পী শুভাশিস রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাবের সম্পাদক সীতাংশুশেখর মণ্ডল এবং সভাপতি সদানন্দ সামন্ত জানান, উৎসবের প্রথম দিন অর্থাৎ সন্ধ্যায় বাচিক শিল্পী মুনমুন মুখোপাধ্যায়ের কবিতা পাঠ দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশিত হয় গোলপার্ক কৃষ্টি নাট্য সংস্থার নাটক ‘বিনি পয়সার ভোজ’, লক্ষ্য পদাতিকের প্রযোজনা ‘ভাঙা মানুষের গান’ এবং মুক্তধারার নাটক ‘ভোকাট্টা’। দ্বিতীয় দিন শনিবারের বিকেলে দাসপুর অন্যকথার আবৃত্তি ছাড়াও মঞ্চস্থ হয় সংশপ্তক হলদিয়ার নাটক ‘ভগিনী সেনা’, হলদিয়া বহু বচনের ‘সীতাহরণ’ এবং ফিনিক কাঁচরাপাড়ার প্রযোজনা ‘স্বপ্ন পূরণ’।
উৎসবের শেষ দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন থিয়েটার শাইন পরিবেশন করে নাটক ‘জন্মান্তর’, বিভাব নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে ‘দিনান্তে’ এবং সবশেষে হলদিয়া প্রতিধ্বনির নাটক ‘পৌনঃপুনিকতা’র মধ্য দিয়ে উৎসবের যবনিকা পতন ঘটে। নাট্য ও আবৃত্তি চর্চার এই মেলবন্ধনে গত তিন দিন ধরে পাঁচবেড়িয়া সংলগ্ন অঞ্চল ছিল উৎসবমুখর। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর এই ধরণের উৎসবের আয়োজন করা হয়ে থাকে।
শেষ হল আবৃত্তি ও নাট্য উৎসব







