এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে এবছর পাঁচদিনের পুষ্পমেলা: ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কী কী অনুষ্ঠান ও উৎসবের আয়োজন থাকছে দেখে নিন

Published on: December 22, 2025 । 1:01 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  ঘাটালে ফুলমেলা তথা পত্র ও পুষ্প প্রদর্শনী শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে, চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এবছর ৩৬ তম বর্ষে পদার্পণ করলো ফুলমেলা তথা ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব ২০২৬। অগ্রণী ক্লাবের সহযোগিতায়, ঘাটাল মহকুমা পুষ্পপ্রেমী সমিতির উদ্যোগে, প্রসন্নকুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে পাঁচদিনের ওই মেলাটি হবে। মেলায় থাকছে বিভিন্ন বাহারি ফুল ও পাতার প্রদর্শনী, ফল-সব্জির প্রদর্শনী, নাট্য উৎসব, পিঠেপুলি উৎসব, ফুড ফেস্টিভ্যাল, দিদি নাম্বার- ১, হস্ত শিল্প প্রদর্শনী। এছাড়াও আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, কবিতা, অঙ্কন, ফ্লাওয়ার পট পেন্টিং, ক্যুইজ ইত্যাদি প্রতিযোগিতা ও প্রদর্শনীমূলক অনুষ্ঠান। ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী এবং নাট্য উৎসব কমিটির সভাপতি ডাঃ শিশিরকুমার দাস এবং সম্পাদক জগন্নাথ গোস্বামী বলেন,  এবছর প্রায় এক হাজার থেকে বারো’শ ফুল ও পত্রের টব এবং গাছ নিয়ে এই প্রদর্শনী শুরু হবে। ওই কমিটির কোষাধ্যক্ষ লক্ষ্মীকান্ত দাস, আহ্বায়ক কৌশিক গোস্বামী এবং পুষ্প প্রেমী সমিতির সভাপতি অমিয় ঘোষ বলেন, আগে এই প্রদর্শনী চার দিনের হতো এই বছর থেকে সেটি পাঁচ দিনের করা হয়েছে।

ওই পাঁচ দিনই সন্ধ্যা ৭টা থেকে মঞ্চস্থ হবে কলকাতার পাঁচটি একাঙ্ক নাটক। ১০ জানুয়ারি থাকছে পিঠেপুলি উৎসব।  ১১ জানুয়ারি থাকছে ফুড ফেস্টিভ্যাল। কেউ যদি প্রদর্শনী ও পিঠেপুলি, ফুড ফেস্টিভ্যাল এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে জানতে চান  যোগাযোগ করতে পারেন ৯৭৭৫৫১৩৫১৫/ ৯৯৩২৯৫৪৩৬০/৯৯৩২০৭৩৩৫৯/৭৭৯৭৯২৮৯৯৯/ ৮৬৭০২৯২১৩০ নাম্বারগুলিতে

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177