বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ক্ষীরপাই শহরের কাশীগঞ্জ এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের বাড়ি থেকেই কার্তিক সাউ নামের বছর কুড়ির এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয় বড়মা কালী মন্দিরে গিয়েছিলেন ওই যুবক। সেখান থেকে ফেরার পর পারিবারিক কোনো বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে তাঁর সামান্য মনমালিন্য হয়। রাতে খাওয়াদাওয়া করে তিনি নিজের ঘরে শুতে চলে যান। কিন্তু রবিবার সকালে দীর্ঘক্ষণ পরেও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে কার্তিকের নিথর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। এলাকায় অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত কার্তিকের অকালমৃত্যুতে প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








