এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

২ লক্ষ টাকার বিদ্যুৎ বিল, বিপাকে বৃদ্ধ

Published on: December 10, 2025 । 7:30 PM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা থানা এলাকার অন্তর্গত ধাইখণ্ড নামক গ্রামে বসবাসকারী এক বৃদ্ধ ভূমিহীন ব্যক্তি গোলাম নবী খান একা থাকেন। দারিদ্র্যসীমার নিচে বসবাসের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত বিপিএল ক্যাটাগরির বিদ্যুৎ মিটারে তার বাড়িতে কেবলমাত্র একটি পাখা ও দুটি বৈদ্যুতিক বাল্ব চলে। এই স্বল্প ব্যবহারের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার কাছে প্রথমে এক লক্ষ তিরানব্বই হাজার টাকার একটি বিদ্যুৎ বিল আসে। কিছুদিন পরেই আরও একটি বিল এসে হাজির হয়। এই দুটি বিল মিলিয়ে তার মোট বিদ্যুৎ বিলের অঙ্ক দাঁড়িয়েছে দুই লক্ষ আটশো তেরো টাকা, যা তাকে আতঙ্কিত ও রাতের ঘুম কেড়ে নিয়েছে।পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার বিশ্বদেব বিশ্বাসের   বক্তব্য অনুযায়ী, গোলাম নবী খান ২০১০ সাল থেকে কোনও বিদ্যুৎ বিল পরিশোধ করেননি বলে তাদের রেকর্ডে রয়েছে। তাদের ব্যাখ্যা হলো, বিপিএল ক্যাটাগরির সংযোগে প্রথম তিন মাসে যদি ব্যবহারকারী ৭৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ করেন, তাহলে কোনও বিল দিতে হয় না। কিন্তু তিন মাসে ৭৫ ইউনিটের বেশি খরচ হলে নিয়ম অনুসারে বিল প্রদান বাধ্যতামূলক। দপ্তরের দাবি, বৃদ্ধ এই নিয়ম না জানার কারণে বিল জমা হতে হতে বিপুল অঙ্কে পৌঁছেছে।অন্যদিকে, গোলাম নবী খানের বক্তব্য ভিন্ন। তার দাবি, বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও কোনও বিল তিনি পাননি। হঠাৎ করেই এত বড় অঙ্কের বিল চলে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, তার বাড়িতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা ইনডাকশন কুকটপের মত কোনও উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি নেই, কখনও ব্যবহারও করেননি। শুধুমাত্র একটি পাখা ও দুটি বাল্ব চালানোর জন্য এত টাকা বিল হওয়া সম্পূর্ণ অবাস্তব ও মানায় না। এ অবস্থায়, এই অসাধ্য ও অযৌক্তিক বিল মওকুফের জন্য তিনি বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। তবে, এখনও পর্যন্ত তার সেই আবেদনের কোনও ইতিবাচক সুরাহা বা সমাধান মেলেনি বলে তিনি জানান। সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015