সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নিজের বাড়ি থেকেই আজ সাত সকালে ঘাটাল আদালতের(Ghatal court) এই আইনজীবীর(advocate) অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। তানিয়েই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবী সুদীপ চক্রবর্তী। বয়স ৪৪ বছর। বীভৎসভাবে সুদীপবাবুর পোড়া মৃতদেহ(dead body) উদ্ধার হল দাসপুর থানার কুঞ্জপুরে তার নিজের বাড়ি থেকেই। কী করে আগুন লাগল সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে মৃতদেহ এবং সামগ্রিক পরিবেশ এতটাই বীভৎস ছিল, যা দেখে এলাকাবাসীর অনুমান আর যাই হোক এই মৃত্যু স্বাভাবিক নয়। হয়তো পরিকল্পনা করেই সুদীপবাবুকে খুন(murder) করা হয়েছে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ(Daspur police) আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের(post mortem) জন্য পাঠানো হয়েছে। এনিয়ে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার(arrest) করেনি। তবে যে রুমে সুদীপবাবুর দেহ উদ্ধার হয়েছে সেই রুমটি পুলিশ সিল করে দিয়েছে। সুদীপবাবুকে পরিকল্পিত খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে জল্পনা চলছে। তবে স্থানীয়রা এটিকে আত্মহত্যা বলে মানতে রাজি নন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাবিবার সুদীপবাবুর সঙ্গে তাঁর ভাইয়ের সম্পতি নিয়ে বচসা ও মারপিটও হয়েছে। এই অস্বাভাবিক(unnatural death) মৃত্যুর সঙ্গে ওই বিবাদের যোগসূত্র রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। সমস্ত বিষয়টি পুলিশের স্ক্যানারে রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।