হোমিওপ্যাথি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২৯ জুন সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী হোমিওপ্যাথি সচেতনতা কার্যক্রমের ঘাটাল ব্লকের সচেতনতা শিবির আয়োজিত হল বীরসিংহ হাসপাতালে। এই হাসপাতালে কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসক শ্রীমন্ত খামরুই এর অক্লান্ত পরিশ্রমে প্রায় তিন শতাধিক অতিথি এবং চিকিৎসারত রোগীদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ২০০ আসনের দোতলায় অডিটোরিয়াম উপচে ভিড় নেমে আসে একতলার সিঁড়িতে। তিল ধারণের জায়গা না থাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটালের ব্লক স্বাস্থ্য আধিকারিক সাহিদুল ইসলাম, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শতাধিক আশাকর্মী। এই অনুষ্ঠানে বিভিন্ন দুরারোগাক্রান্ত রোগীরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা  করেন এবং হোমিওপ্যাথি চিকিৎসার সুফল পেয়েছেন বলে জানান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!